বাজিঘর
শব্দবাজির খেলাগুলোর ভাঁড়ারঘর
শব্দবাজির ৪০+ রকমের মজার মজার
শব্দের খেলার কয়েকটা নিয়ে সাজানো বাজিঘর
আটাক্ষরী
ছকের পাশের দেওয়া ৮টা অক্ষরকে ফাঁকা ঘরগুলোয় ঠিক জায়গায় বসিয়ে ৮টা শব্দ চিনতে হবে।
বর্ণা
পাঁচটা বর্ণের মধ্যে যেকোনো তিনটে ব্যবহার করতে হবে। এক বা একাধিক চিহ্ন ব্যবহার করা যাবে। শুধুমাত্র দুই বা তিন অক্ষরের শব্দ বানাতে হবে।
চারমিশালি
দুটো করে ২ আর ৩ অক্ষরের শব্দের বর্ণগুলো এমনভাবে মিশিয়ে দেওয়া হয়েছে, কোন বর্ণ কোথায় বসেছে, তার কোনো ঠিক নেই।
ছড়রা
শব্দের বর্ণ-চিহ্ন ভেঙে ছড়িয়ে দেওয়া হয়েছে। বর্ণ-চিহ্ন ঠিকমতো সাজিয়ে শব্দ চিনতে হবে।
চতুস্কোণ
লাল রঙের চারটে বর্ণ ঠিক জায়গায় আছে। অন্য বর্ণগুলো এলোমেলো করে পুরো ছকে ছড়িয়ে আছে। বর্ণগুলো সাজিয়ে ৪টে পাঁচ অক্ষরের শব্দ চিনে নিন।
ধাঁধা
চিরাচরিত ধাঁধা। কখনো সহজ, কখনো কঠিন শব্দে বাঁধা।
একাক্ষর
শব্দছকের প্রত্যেকটা লাইনে একটা ৪ অক্ষরের শব্দের ৩টে অক্ষর এলোমেলো করে দেওয়া আছে, '?' চিহ্ন ঠিক জায়গায় নেই। ৪টে '?' চিহ্নে একই অক্ষর বসবে।
ফুচশব্দকা
বড়ো শব্দের 'ফুচকা'-র মধ্যে পাশাপাশি থাকা ছোটো শব্দের 'পুর'-কে সূত্রের সাহায্যে চিনে নিতে হবে। কত অক্ষরের 'ফুচকা' আর কত অক্ষরের 'পুর', বন্ধনীর মধ্যে সংখ্যায় লেখা আছে।
যুক্তাক্ষরী
যে যুক্তাক্ষর থেকে বর্ণ লোপাট করা হয়েছে, তার নীচে দাগ আছে। একাধিক দাগ মানে একাধিক বর্ণ লোপাট করা হয়েছে।
প্রবাদ-খাবলি
বাংলা প্রবাদের কয়েকটা অক্ষর খাবলে খেয়ে নেওয়া হয়েছে। প্রবাদগুলো চিনে নিতে হবে।
খাবলি
বাংলা শব্দের বর্ণ-চিহ্ন খাবলে খেয়ে নেওয়া হয়েছে। শূন্যস্থানে ঠিক বর্ণ-চিহ্ন বসিয়ে শব্দটা চিনতে হবে।
লেজুড়
আগের শব্দের লেজে থাকা চিহ্ন-বর্ণ দিয়ে শুরু হবে পরের শব্দটা। এইবভাবে সবথেকে কম শব্দে প্রথম শব্দ থেকে শেষ শব্দে পৌঁছে যাওয়ার চেষ্টা করতে হবে।
লোপাট
বাংলা শব্দের চিহ্নগুলো শব্দ থেকে লোপাট করা হয়েছে। ঠিক জায়গায় ঠিক চিহ্ন বসিয়ে শব্দগুলো চিনতে হবে।
মাঝাই
দুটো শব্দের মাঝের শূন্যস্থানে এমন একটা শব্দ/শব্দাংশ বসাতে হবে, যে দুদিকেই দুটো শব্দ সম্পূর্ণ হবে। একাধিক উত্তর হতে পারে।
মুড়োল্যাজাখাবলি
শব্দের মুড়ো আর ল্যাজা খাবলে খেয়ে নেওয়া হয়েছে। শূন্যস্থানে ঠিক বর্ণ-যুক্তাক্ষর বসিয়ে শব্দ চিনে নিন।
পাল্টি
বর্ণ আর চিহ্ন একসঙ্গে রেখে তাদের জায়গা পাল্টিয়ে দেওয়া হয়েছে। ঠিকভাবে সাজিয়ে শব্দগুলো চিনতে হবে।
পরবর্ণ
মূল শব্দের প্রত্যেকটা বর্ণের ঠিক পরের বর্ণটা দিয়ে শব্দটা লেখা আছে। বর্ণমালা মনে রেখে, একধাপ করে পিছিয়ে এসে, ঠিক বর্ণ বসিয়ে শব্দগুলো চিনতে হবে। কার ও ফলা চিহ্নগুলো একই রাখা হয়েছে, যুক্তাক্ষর হিসেবে না ধরে।
সমার্থকী
সূত্র অনুযায়ী যত অক্ষরের শব্দ, তত বড়ো সমার্থক শব্দ বসিয়ে মূল শব্দটাকে চিনতে হবে।
শব্দভেদ
রং, আকার, অবস্থান, উচ্চারণ, সংখ্যা, চিহ্ন, ইত্যাদি দেখে শব্দ / বিষয়গুলো চিনতে হবে। শব্দের স্বাভাবিক রং সাদা। প্রত্যেকটা উত্তর অর্থপূর্ণ শব্দ / বাক্য এবং উত্তরের যুক্তি আছে।
শব্দছন্দ
সূত্র এলোমেলো করে দেওয়া আছে। কোন সূত্রের শব্দ কোথায় বসবে, সমাধান করতে হবে।
বর্ণ-কৌণিক
প্রত্যেকটা শব্দের একই অক্ষর কোনাকুনি দেওয়া আছে, সেখানেই থাকবে। সমাধানের সূত্র এলোমেলো করে দেওয়া আছে। শব্দগুলো পাশাপাশি লিখুন।
শব্দসন্ধান
শব্দছকে পাশাপাশি ও উপর-নীচে করে দেওয়া আছে নজরুল ইসলামের পাঁচটা সাহিত্যকীর্তির নাম। নামগুলো খুঁজে নিন।
স্বশব্দছক
নিজের শব্দছক নিজেই বানান। শুরুর শব্দ থেকে শেষের শব্দে পৌঁছে যান, ইচ্ছেমতো শব্দ বসিয়ে।