top of page
"শব্দবাজি"-র জন্ম ২রা মার্চ ২০১০ সালে। শব্দবাজির প্রতিষ্ঠাতা RJ Roy (রয় চৌধুরী)-এর রেডিয়ো অনুষ্ঠান "মনে রয়"-তে বাংলা শব্দের কয়েকটা মজার খেলা খেলানোর মাধ্যমে পথচলা শুরু। তবে, শব্দবাজির খেলাগুলো আনুমানিক ২০০০ সাল থেকে তৈরি করা শুরু হয়--বেশ কিছু ইংরেজি শব্দের খেলার উপর ভিত্তি করে। ২০১২ সালের ১৪ এপ্রিল থেকে ফেসবুক পেজ আর শব্দবাজির ওয়েবসাইট একইসঙ্গে শুরু করা হয় । শব্দবাজির বাংলা শব্দের খেলাগুলো নিয়ে প্রথম বই প্রকাশিত হয় ২০১৩ সালে, দে'জ পাবলিশিং থেকে। ২০১৪ সালে শব্দবাজির Android মোবাইল গেম তৈরি করা হয়, যার উদ্বোধন করেন মীর আফসার আলি। ২০১২-র কলকাতা বইমেলা থেকে শুরু হয় শব্দবাজির সরাসরি অনুষ্ঠান--বিভিন্ন স্কুল, কলেজ, পাড়ায় ক্যুইজের আদলে বাংলা শব্দ নিয়ে মজার খেলা আর আড্ডার আসর। এই মুহূর্তে ২৫ জনের-ও বেশি 'শব্দকর্মী' একসঙ্গে কাজ করছেন বাংলা ভাষা ও বাঙালিয়ানার নানা বিষয় নিয়ে।
শব্দবাজি
মজাদার বাংলা শব্দের খেলার না-নিষিদ্ধ মগজবাজি!
রয় চৌধুরীর রেডিয়ো অনুষ্ঠান থেকে শব্দবাজি-র যাত্রা শুরু
১ ফেব্রুয়ারি ২০১২, কলকাতা বইমেলায় জর্জ টেলিগ্রাফের স্টলে শব্দবাজির প্রথম অনুষ্ঠান
bottom of page